নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: কবিতা খানম
প্রকাশিত : ১৮:১৯, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৫৪, ১ অক্টোবর ২০১৮

নির্বাচনের তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, কমিশনার সাংবিধানিক বাধ্যবাধকতাকে মাথায় রেখেই নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা করবেন।
`নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে` আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, `সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন। তারিখ ঘোষণা নিয়ে এখনো অলোচনা হয়নি। সভায় তারিখ নির্ধারণ করা হবে। তারপর ঘোষণা আসবে। সেটা যেহেতু হয়নি, নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে এই কথা বলা হয়েছে বলে আমি মনে করি না।`
নির্বাচন কমিশনের বাইরের কারও নির্বাচনের তারিখ ঘোষণা করা বিধি লঙ্ঘন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তাই এখনই আচরণবিধির মধ্যে যেতে পারবো না। তফসিল ঘোষণার পরেই কমিশন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেই বিষয়টা দেখবে। তার আগে দেখবে না।`
ইভিএম বিষয়ে কবিতা খানম বলেন, ইভিএমের বিষয়ে আরপিওতে একটি প্রস্তাব আছে। তা হচ্ছে ম্যানুয়ালের পাশাপাশি এটি ব্যবহার করা হবে। কমিশন যদি মনে করে অল্প পরিসরে সীমিতভাবে ইভিএম ব্যবহার করা হবে তবেই ব্যবহার করা হতে পারে। তবে এ ক্ষেত্রে কতটুকু দক্ষ জনবল পাচ্ছি এবং ভোটারদের সচেতন করতে পারছি তার ওপর নির্ভর করে ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
এসি
আরও পড়ুন